ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সংগঠকসহ গ্রেফতার ৩৬


৮ মার্চ ২০২৫ ১৯:২৮

ফাইল ফটো

গতকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

 

শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানানো হয়েছে। 

 

 

জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হিযবুত তাহরীরের প্রধান সংগঠক সাইফুল ইসলাম। 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ।

 

এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় আমরা অনেক সদস্যকে চিহ্নিত করেছি।

 

এর আগে গতকাল শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে ও বিক্ষোভ মিছিল করে। পুলিশ মিছিলের ওপর লাঠিচার্জ, টিয়ার্স শেল ও সাউণ্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেন। 

 

 

উল্লেখ্য, ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়।