শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, প্রতিপাদ্যে, শেরপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তন হল রুমে
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোসাম্মৎ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাবা শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান (প্রশাসন ও অর্থ)
সাবেক জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবদুল আওয়াল চৌধুরী, জেলা জামাতের নায়েবে আমির জনাব মোঃ আব্দুল বাতেন। সাবেক জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী বলেন
এই দিবসের মাধ্যমে আমরা নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থ উপার্জনের অধিকারকে সম্মান জানাই, পাশাপাশি বাল্যবিয়ে, ধর্ষণ, এবং নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেও প্রতিজ্ঞাবদ্ধ হই। নারীরা যদি সমান অধিকার পায়, তাহলে সমাজে উন্নতি আসবে এবং একটি সুরক্ষিত, শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণ সম্ভব হবে।
বিশ্ব নারী দিবস শুধু একটি উদযাপন নয়, এটি একটি সামাজিক আন্দোলন দাবি প্রতিবাদ যা নারীদের প্রতি সকল ধরণের বৈষম্য দূরীকরণ এবং তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করার আহ্বান জানায়। নারীরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, তাদের স্বাধীনতা এবং সমান অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, এমন একটি পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমাদের সকলের কাজ করা উচিত।