আশুলিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল গ্রেফতার

সাভারের আশুলিয়া থেকে হত্যা ও মাদকের একাধিক মামলাসহ অন্তত ৮টি মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে একটি মাদক মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বলে জানা গেছে।
রবিবার (১মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন (৪৮) আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন কন্ট্রাক্টরের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন একসময় সামান্য বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে আশুলিয়ার নিরিবিলি এলাকাসহ আশপাশে ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। এসব অপরাধের মাধ্যমে তিনি শত কোটি টাকার মালিক বনে গেছেন বলে স্থানীয়দের অভিযোগ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার অপরাধের রেকর্ড (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলা, মাদক মামলাসহ অন্তত ৮টি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।