ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আশুলিয়ায় কারখানার ইলেক্ট্রিক সামগ্রী লুট করেছে দূর্বৃত্তরা


১ মার্চ ২০২৫ ১৬:৫২

সংগৃহীত

শিল্পঅঞ্চল সাভারের আশুলিয়ায় রাতের আঁধারে একটি বন্ধ কারখানা থেকে কিছু মূল্যবান ইলেক্ট্রিক সামগ্রী লুট করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

 

শনিবার (১ মার্চ) ভোররাতে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এসময় পাশের একটি বিকাশ এজেন্টের দোকানেও লুটপাট চালায় তারা।

 

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, কারখানাটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কতৃপক্ষ। কারখানার বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে ভোর ৪ টার দিকে কারখানায় প্রবেশ করে ২টি কম্পিউটার, আইপিএসের ব্যাটারি, পরিত্যাক্ত এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক মটর ও জেনারেটরের তার লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

 

কারখানার নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার রাজীব বলেন, কারখানায় লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, আমি তাদের সাথে কথা বলছি। পরে বিস্তারিত জানানো হবে।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে শিল্পপুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম উপস্থিত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

 

এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ভোরে ম্যাগপাই কম্পোজিট লিমিটেড নামের একটি বন্ধ কারখানায় লুটের ঘটনা ঘটেছে। কারখানায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়েছে লুটকারীরা। শিল্প পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।