ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ছাত্রদলকে উদ্দেশ্য করে যা বললেন শিবির সভাপতি


২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৪

সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের স্পিরিট হলো সকলের ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করা।

 

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 

 

তিনি বলেন, তারা আমাদের প্রতিপক্ষ বলে, কিন্তু আমরা তাদের বন্ধুপ্রতীম ভাই হিসেবে দেখি। ৫ আগস্টের পর আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল পরিদর্শন করছি, ছাত্র-ছাত্রীদের সুবিধা-অসুবিধার কথা জানতে চাইছি এবং তাদের জন্য কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা তাদের পালস বুঝতে চেষ্টা করছি।

 

তবে তিনি অভিযোগ করে বলেন, তারা আমাদের মতো কল্যাণমূলক কার্যক্রমের দিকে না গিয়ে আগের স্টাইলে মিটিং, মিছিল, শোডাউন ও হল দখলের মতো কার্যক্রম শুরু করেছে। এতে শিক্ষার্থীরা তাদের প্রতি বিমুখ হয়ে পড়ছে।

 

তিনি আরও বলেন, এই ক্ষোভ বা কষ্ট তারা শিক্ষার্থীদের ওপর প্রকাশ করতে না পেরে ছাত্রশিবিরের ওপর ঝাড়তে গিয়ে মূলত বিরোধের সৃষ্টি করেছে।