বিএনপিকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের উদ্যোগে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে ছাত্রদের একটি প্রতিনিধি দল বিএনপির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন।