সারাদেশে নির্বাচনী উপকরণ পাঠাচ্ছে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ যাবতীয় নির্বাচনী উপকরণ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল থেকেই সারাদেশের জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা বিজি প্রেস থেকে এসব উপকরণ সংগ্রহ করছেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানান, সকাল ৯টায় বিজি প্রেস থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তার প্রতিনিধির মাধ্যমে উপকরণ সংগ্রহ করতে বলা হয়েছিল। ১০টা থেকে তারা এসব উপকরণ সংগ্রহ করেন।
আজ সন্ধ্যায় জাতীয় উদ্দেশে এক ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের যেন নির্বাচনী উপকরণ সংগ্রহ করতে কোনো অসুবিধা না হয় এজন্য সকালেই মাঠপর্যায়ে মনোনয়নপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানো হলো।
আরকেএইচ