ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব, বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে


২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫২

সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আগামী ১৩ মার্চ তিনি ঢাকায় পা রাখবেন। ১৬ মার্চ পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন।

 

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, নিউ ইয়র্ক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরে আসবেন জাতিসংঘ মহাসচিব। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে মহাসচিবের সাথে সাক্ষাতের সময় রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান তার হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন।

 

জানা গেছে, এই সফরে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।