ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পল্টনে জামান টাওয়ারে ভয়াবহ আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৭

সংগৃহীত

ইউনিটের দুই ঘণ্টার আগুন চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

 

তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৯টি ইউনিট। বাকি ৫টি ইউনিট অপেক্ষায় ছিল। তবে তাদের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

 

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি জানিয়ে তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

 

এর আগে বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ এলে ভবনটি থেকে দুজন পুরুষকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিস জানায়, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে আরও ১৩টি ইউনিট।

 

আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। 

 

এই ভবনে আমজনতা দলের প্রধান কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।