ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আল্টিমেটামের পর কুয়েট ভিসির বাসভবনে তালা লাগাল শিক্ষার্থীরা


২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৫

সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির বাসভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেছেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বেরিয়ে যেতে আল্টিমেটামের পর বাসভবনের গেটে তালা লাগিয়ে দিলেন শিক্ষার্থীরা।

 

আজ মঙ্গলবার ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

 

এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে ভিসি'র বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। গত রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেছিলেন ভিসি। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠক করছিলেন ভিসি।

 

এ খবর পেয়ে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ভিসি'র বাসভবনের সামনে এসে ভিতরে কেউ থাকলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসতে মাইকে ঘোষণা দেন। 

 

পরে শিক্ষকরা বেরিয়ে ভিসি'র বাসভবনে তালা ঝুলিয়ে দেবার তীব্র প্রতিবাদ করেন। এসময়ে অন্তত ১৫/২০ মিনিট শিক্ষার্থীদের সাথে কথা বলেন শিক্ষকরা।

 

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবি ঘোষণা করে ভিসিকে দুইদিন অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা। পরে ভিসি'র পদত্যাগসহ ছয় দফার আন্দোলনে যায় তারা। 

 

এ ঘটনার জরুরি সিন্ডিকেট সভায় ৪ সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

 

 

গত ২৩ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাস ছেড়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে যে যার বাড়ি ফিরে যাবার ঘোষণা দিয়েছিল।