‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একেবারে সুস্থ তা বলা যাবে না। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিএসএমএমইউ-এর পরিচালক বলেন, ‘খালেদা জিয়া এক মাসের বেশি সময় আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসায় জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল । মেডিকেল বোর্ডের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে কারাগারে ফেরত পাঠানো হয়েছে। খালেদা জিয়ার যে সমস্ত পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্ট বেশ ভালো। বুকের সিটিস্কিনে কিছুটা ত্রুটি লক্ষ করা গেছে। তবে সেটা অস্বাভাবিক কিছু নয়।’
আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘খালেদা জিয়া একেবারে সুস্থ তা বলা যাবে না। তার মূল সমস্যা আথ্রাইটিস। দীর্ঘদিন এ রোগের চিকিৎসা করতে হয় এজন্য তাকে ফিজিওথেরাপি কনটিনিউড করা হবে। খালেদা জিয়ার সমস্যা হলে বা দেখা দিলে মেডিকেল বোর্ড চিকিৎসা দেবেন এবং তাকে ফলোআপ করবেন। মেডিকেল বোর্ডের চিকিৎসা চলমান থাকবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ ও অতিরিক্তি পরিচালক (হাসপাতাল) ড. নাজমুল করিম।
আরকেএইচ