ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না’


১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৩

সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত না করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ মিথ্যাচার করলে টলারেট করা হবে না বলেও হুঁশিয়ারি করেছেন আসিফ মাহমুদ।

 

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) মাঝরাতে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

 

আসিফ মাহমুদ লিখেছেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না।

 

তিনি আরও লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করবো না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন।