ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


৪৮ ঘণ্টার কর্মসূচির আগে তিস্তায় উজানের ঢল


১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩২

সংগৃহীত

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। পানিশূন্য নদীর বুকে তিস্তা বিধৌত লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী এ পাঁচ জেলার কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজসহ ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এ কর্মসূচি পালন করা হবে। আলোচিত এ কর্মসূচি পালনের দুদিন আগে আকস্মিকভাবে ধু-ধু বালুচরে দেখা গেল উজানের ঢল। শনিবার দুপুর থেকে গজলডোবা ব্যারাজ থেকে পানি ছেড়ে দিয়েছে ভারত। 

 

বিকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় দেখা যায়, উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জলকপাটগুলো উপচে পড়ছে পানি। এর মধ্যে ১নং জলকপাটটি খুলেও রাখা হয়েছে। এ অবস্থায় ব্যারাজের খানিকটা দূরে মূল নদীতে শনিবার সকালেও যেখানে ছিল ধূ ধূ বালুচর। সেখানে বিকাল থেকে বইছে স্বচ্ছ পানি। এতে নদীকে অনেকটা টইটম্বুর মনে হচ্ছে। ব্যারাজের পূর্ব দিকে শুকনো নদীতে যেখানে নদী রক্ষা আন্দোলনের মঞ্চ তৈরি হচ্ছে সেখানেও ছুঁই ছুঁই করছে পানি।