ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শেরপুরের নকলায় ৫ সন্তানের জননীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার


১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭

সংগৃহীত

নকলায় পারভীন বেগম (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার রহুল আমিনের স্ত্রী এবং ৫ সন্তানের জননী।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারভীন বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থ্যতায় ভোগতেছিলেন। আজ সন্ধায় পরিবারের লোকজন বাড়িতে না থাকায় টিনসেটের বশত ঘরের খুটির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে পারভীন বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

 

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পারভীন বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসাসহ সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।