ঢাকা বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


শেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ


১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫

সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে শহরের বটতলা মোড় এলাকা থেকে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে ডিসিগেইট মোড়ে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সমবায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুর কাদের লুটু চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও এসএম শহিদুল ইসলাম ভিপি।

 

এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, সাবেক সদস্য মোহাম্মদ আলী বিএসসিসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।