সিরাজগঞ্জের ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান একটি আসনে হেভিওয়েট প্রাথী হয়েছেন।
এ সংশ্লিষ্ট বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যোগ্যতার ভিত্তিতে গ্রহণযোগ্যদের মনোনীত করায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে জেলার সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সদরের একাংশ) মাওলানা শাহীনুর আলম (জেলা আমীর), সিরাজগঞ্জ-২ আসনে (সদর ও কামারখন্দ) জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ আসনে ( রায়গঞ্জ ও তাড়াশ) ঘোষণা হয়নি, সিরাজগঞ্জ-৪ আসনে (উল্লাপাড়া ও সলঙ্গা ) কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ আসনে (বেলকুচি-চৌহালী, এনায়েতপুর) জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম এবং সিরাজগঞ্জ-৬ আসনে শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা জামায়াতের যোগ্য প্রার্থী হিসেবে লড়বেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম।
তিনি জানান, জামায়াত আগামী নির্বাচনের জন্য পুরো মাঠ গুছিয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে ইসলামী আদর্শে ন্যায় নীতি নিয়ে দেশ পরিচালনা করে সার্বিক উন্নয়ন সাধন করা।
অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আশা করছি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সকলের প্রত্যাশিত দাবির প্রতিফলন ঘটাবে আমাদের প্রার্থীরা।