ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কারাবন্দি ব্যবসায়ীর ৩৭ লাখ টাকা উধাও


১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৬

সংগৃহীত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় ব্যবসায়ী হোসেন আলীর তিনটি ব্যাংক হিসাব থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭ লাখ ১৫ হাজার টাকা। ২০ নভেম্বর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি দাবি করেন, গ্রেফতারের সময় তার গাড়ি থেকে তিনটি ব্যাংকের চেক বই নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। ওই চেকের পাতায় স্বাক্ষর জাল করেই টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওই টাকা হাতিয়ে নিতেই গাড়িতে দেশি অস্ত্র ও মাদক রেখে তাকে মামলায় ফাঁসানো হয়েছিল।

 

রাজশাহী মহানগরীর বাসিন্দা হোসেন আলী ৫ ফেব্রুয়ারি টাকা উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে আদালতে দুই ব্যাংকের ব্যবস্থাপক, দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। সেই সঙ্গে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়েও অভিযোগ দিয়েছেন। এ মামলার আসামিরা হলেন হোসেন আলীর ঘনিষ্ঠ বন্ধু মাহমুদ হাসান শিশিল (৩৫), দুই কর্মচারী মাহমুদ হাসান লিমন (২৮), তন্ময় হোসেন (৩১), আরএমপির বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. খালেকুজ্জামান ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক রবিউল হোসেন।