শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ সৌদি রিয়ালসহ বেবিচকের নিরাপত্তা কর্মী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ন পাচারের সময় বেবিচকের এক নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃতের নাম ওহিদুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে ৫৪২ গ্রাম স্বর্ন ও ১২৫০ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত আনুমানিক ১.২০ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রীন চ্যানেল অতিক্রমকালে সন্দেহজনক আচরণের কারণে কর্তব্যরত এনএসআই সদস্যরা তাকে ভিতরে প্রবেশের কারণ জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ১,২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, সৌদিয়া এয়ারলাইন্সের (SV-804) রিয়াদ-ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন নামক এক ব্যক্তি তাকে উক্ত স্বর্ণালংকার হস্তান্তর করেন। তিনি এগুলো বিমানবন্দরের বাহিরে অপেক্ষমান লিটন (মোবাইল নম্বর: ০১৭১৯৫২৪৯১৩) নামক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে ১,২৫০ সৌদি রিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন।
পরবর্তীতে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
বেবিচক বিমানবন্দরে দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করছে এবং এরই ধারাবাহিকতায় যে কোনো অনিয়ম ও দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা করছে।