ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বাড়তি ফি চাইলেই ফোন করুন দুদকে


৭ নভেম্বর ২০১৮ ১৮:৩৪

ফাইল ফটো

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণে সরকার নির্ধারিত নির্দিষ্ট ফির অতিরিক্ত অর্থ চাইলেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করতে পারবেন ভূক্তভোগিরা। দুদকের হটলাইন নাম্বার ১০৬-এ অভিযোগ পেলেই দুদক টিম চলে যাবে অভিযোগ আসা স্কুলগুলোতে।

দেশের বিভিন্ন স্থান থেকে স্কুলগুলোতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার নির্ধারিত নির্দিষ্ট ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সে অবস্থার পরিবর্তন আনতেই এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এ প্রতিষ্ঠানটি। । স্কুলগুলোর বাড়তি অর্থ আদায়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুদক। দুদক হটলাইন (১০৬) এ অভিযোগ পাওয়ামাত্র টিম চলে যাচ্ছে অভিযোগ আসা স্কুলগুলোতে। স্কুল কমিটিকে বাধ্য করছেন সরকার নির্ধারিত ফি নিতে।

আরকেএইচ