ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত


৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩০

রাজধানীর কদমতলির মুরাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর সরদার (২২) নামে এক কারখানার শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মুরাদপুর কুদরতি বাজারের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর সরদার শরীয়তপুরের জাজিরার শব্বিষপড়া গ্রামের মজিবর সরদারের ছেলে। তিনি মিরহাজিরবাগ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী নূর মোহাম্মদ জানান, সন্ধ্যায় কাজ করার সময় প্লাগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হন মিজানুর সরদার। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

একেএ