ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রাষ্ট্রপতি ও সিইসির সাক্ষাৎ চেয়ে বি চৌধুরীর চিঠি


৬ নভেম্বর ২০১৮ ১৮:৪৮

ফাইল ফটো

আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

নিশ্চিত করে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘নির্বাচন সম্পর্কে আলোচনা করার জন্য বুধবারের মধ্যে দেখা করতে চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, নির্বাচন কমিশনের সঙ্গে শুক্রবারের মধ্যে সংলাপ চেয়ে বিকল্পধারার মহাসচিবের স্বাক্ষরে সিইসি বরাবর চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।’

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, ‘যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী। সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই। ’

আরকেএইচ