বিমানের সিটে পাওয়া গেল ৪০ স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিট থেকে ৪ কেজি ৬৫২ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজি০৮৯ বিমান থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এই স্বর্ণের মোট মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিজি০৮৯ বিমানে করে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর কাছে পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না জানায় গোয়েন্দা দল বোর্ডিং ব্রিজসহ গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। পরে বিমান তল্লাশি করে ২৫/এ নম্বর সিট থেকে স্বর্ণের ৪০টি বার উদ্ধার করে। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরকেএইচ