নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

আগামীতে নির্বাচিত হলে নৌবাহিনীকে আরো উন্নত করে গড়ে তোলার পাশপাশি নৌ সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) শেখ মুজিব ঘাঁটির কমিশনিংসহ বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ অত্যন্ত আনন্দিত বানৌজা 'শেখ মুজিব' ঘাঁটি যাত্রা শুরু করল। এই ঘাঁটি নিজস্ব অপারেশনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবেলায় বিশেষ দায়িত্ব পালন করবে। ঢাকা অঞ্চলে নৌ সদর দপ্তর, একটি ছোট নৌ ঘাঁটি ব্যতিত আগে কিছু ছিল না। বানৌজা শেখ মুজিব হওয়ায় এটিই ঢাকা অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ নৌ ঘাঁটি।
তিনি আরো বলেন, জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশকে একটি উন্নত ও স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে। এজন্য তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও তৈরি করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী যেনো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আমরা চাই যারা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবেন, তারা যেনো তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন। মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। এ সময় নৌবাহিনীকে সমুদ্রসীমার জন্য কাজ করার এবং ব্লু ইকোনোমির সম্ভাবনা তৈরিতে অবদান রাখার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়ন শুরু করে। তবে ২০০১-২০০৮ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কোনও উন্নয়ন করেনি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়। নৌবাহিনীর প্রশিক্ষণ, আধুনিকায়ন ও তাদের বসবাসের জন্য আবাসন নির্মাণের কাজ শুরু করা হয়। আজ আপনাদের আবাসিক সমস্যারও সমাধান হয়েছে।
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে প্যারেডের মাধ্যমে সশস্ত্র সালাম জানান বাহিনীর সদস্যরা। এসময় ঢাকা, খুলনা, চট্টগ্রাম অঞ্চলে নবনির্মিত নৌ-বাহিনীর ২২টি বহুতল ভবনও উদ্বোধন করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী।
আরকেএইচ