সংলাপ শেষে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে চলমান সংলাপের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী মেখ হাসিনা। সোমবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের সারসংক্ষেপ তৈরি করা হচ্ছে। আমরা এ জন্য প্রথম থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটার ফলাফল কী, সেটা তো জানাতে হবে। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করবেন। ৭ নভেম্বর সংলাপ শেষ হবে। সম্ভবত ৮ বা ৯ নভেম্বর। সংলাপের ফলাফল কী দাঁড়াল, ফলাফল কী—সেটা সম্পর্কে সরকারের যে সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করে জানাবেন।’
তিনি বলেন, ‘সংলাপে যে যেই বক্তব্যই দিক আমরা তার রেকর্ড রাখছি। সংলাপের সারসংক্ষেপ তৈরি করা হচ্ছে। আমরা এ জন্য প্রথম থেকেই প্রস্তুতি নিচ্ছি।’
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব তারা করে সেটা নিয়েও আলোচনা হবে। সরকার কোনো চাপ অনুভব করছে না।
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সংলাপের অংশ হিসেবে প্রথম দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। পরের দিন শুক্রবার যুক্কফ্রন্টের সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ১৪ দল। আগামী বুধবার ফের ছোট পরিসরে ঐক্যফ্রন্টের সঙ্গে বসতে যাচ্ছে ক্ষমতাসীন জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়েই রাজনৈতিক জোট ও দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হচ্ছে।
এই সংলাপকে ঘিরে এরই মধ্যে সারা দেশে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নির্বাচনী হাওয়া লেগেছে। সংলাপ সফল হবে, নাকি শুধু আলোচনার নামান্তর হবে—এ নিয়ে উত্তেজনাও আছে রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যে।
আরকেএইচ