ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বুধবার দ্বিতীয় সংলাপে বসছে ঐক্যফ্রন্ট


৫ নভেম্বর ২০১৮ ১৬:০৫

ফাইল ফটো

আগামী বুধবার বেলা ১১টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে দ্বিতীয় সংলাপে বসবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে সংলাপে বসতে চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দেয় ঐক্যফ্রন্ট। রাতে ১৪ দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে রাতেই ঐক্যফ্রন্টকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী ৭ নভেম্বর সকাল ১১টায় গণভবনে আবারও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক হবে।

বিষিয়টি নিশ্চিত করে গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফোন করে জানিয়েছেন যে, আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে কে কে অংশ নেবেন জানতে চাইলে তিনি বলেন, সোমবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঐক্যফ্রন্ট সূত্র জানায়, ইতিমধ্যে বিভিন্ন আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে ঐক্যফ্রন্ট। এবারের বৈঠকে এই বিশেষজ্ঞদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সংলাপে বসে ঐক্যফ্রন্ট। ওই দিন গণভবনে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা সংলাপ হয়। সন্ধ্যা সাতটার দিকে এ সংলাপ শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১০টায়। সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান যে, তারা সংলাপে সন্তুষ্ট নন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতা এতে অংশ নেন। অপরদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম, বিএনপি, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা সংলাপে উপস্থিত ছিলেন।

আরকেএইচ