‘আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করবে না’

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বাবা জাতির পিতা আমাদেরকে বলেছেন, আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করবে না। তিনিও তা করতেন না, আমিও করিনা। আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করিনা। কাউকে ভয়ও করিনা আমি।’
রোববার (৪ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি বোর্ডের আয়োজনে এক বিশাল শোকরানা সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বারবার জীবন ফিরে পেয়ে মহান আল্লাহ্ তায়ালার প্রতি শুকরিয়া প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন। বার বার আমি যেভাবে বেঁচে যাচ্ছি, কখনো গ্রেনেড হামলা, কখনও গুলি করে আমাকে বারবার হত্যার চেষ্টা করা হচ্ছে, আর আমি যে বেঁচে যাই মনে হয় এটা আল্লাহর কোনো ইশারা। নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়ে কোনও কাজ করাবেন, যার কারণেই বার বার তিনি আমাকে রক্ষা করছেন। আল্লাহ আমাকে যতদিন জীবন দিয়েছেন, ততদিন আছি। শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া যেন মানসম্মানের সঙ্গে যেতে পারি এবং মানুষের সেবা করে যেতে পারি। মানুষের কল্যাণ করে যেতে পারি।
এ সময় ইসলামী মূল্যবোধ প্রচার ও প্রসারে জাতির পিতার অবদানের কথা উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন টঙ্গিতে যে বিশ্ব ইজতেমা হয় সেটি শেখ মুজিবুর রহমান করেছিলেন। ওআইসির স্বীকৃতি লাভ তার সময়ে হয়েছিল।
তিনি আরও বলেন, ‘কওমি মাদ্রাসার মাধ্যমেই মুসলমানরা শিক্ষা গ্রহণ শুরু করে। এই মাদ্রাসার শিক্ষার্থীরাই ব্রিটিশবিরোধী আন্দোলন শুরু করেন। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ ও জাতির জন্য কাজ করতে হবে।, ইসলামী সংস্কৃতির বিস্তারের জন্য দেশের প্রতিটি অঞ্চলে মসজিদ নির্মাণ করে দেওয়া হবে।’
শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ধর্মীয় শিক্ষা সংযুক্ত হলেই একটি দেশের শিক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গ হয়। আর কেউ যেন কওমি স্বীকৃতি বাতিল করতে না পারে সেজন্য এই আইন (স্নাতকোত্তর স্বীকৃতি) করা হয়েছে।
আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের আয়োজিত এই শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি সনদের স্বীকৃতি দেওয়ায় সংবর্ধনার আয়োজন করা হয়। শোকরানা মাহফিলে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
শোকরানা মাহফিলে কওমি আলেম ওলামাদের পাশাপাশি আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত আছেন।
এমএ