ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সোহরাওয়ার্দী এখন জনসমুদ্র


৪ নভেম্বর ২০১৮ ১৬:৩৮

ছবি-নতুন সময়

কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে (তাকমিল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমান স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সংবর্ধনা দেবেন আলেমরা। ফলে প্রধানমন্ত্রীর অন্যান্য অনুষ্ঠান বা জনসভা থেকে এবারের আয়োজন একদমই ব্যতিক্রমী। এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

রোববার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয়েছে। আলেমরা এ অনুষ্ঠানকে শোকরানা মাহফিল বলছেন। আল্লামা শাহ আহমদ শফী এই শোকরানা মাহফিলের সভাপতিত্ব করছেন ।

অনুষ্ঠানে সারা দেশের ১০ লক্ষাধিক আলেমের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এ মাহফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে এরই মধ্যে শনিবার রাতে ঢাকায় এসেছেন আহমদ শফী। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান আলেমদের সমাগমে এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়েছে । ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন আলেমরা। গায়ে পাঞ্জাবি-পায়জামা আর মাথায় টুপি পরে স্রোতের মতো টিএসসি ও মাজার গেট দিয়ে মাহফিল স্থানে প্রবেশ করছেন সারাদেশ থেকে আসা বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। আলেমদের জন্য বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল, বসার জন্য চেয়ার, বিভিন্ন স্থানে পর্য়াপ্তসংখ্যক টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

রাজধানীতে এই শোকরানা মাহফিলকে সামনে রেখে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। উদ্যানের চতুর্দিক ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জানতে চাইলে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জমিয়াতুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ বলেন, এটি নির্বাচনী সমাবেশ নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার জন্য নজিরবিহীন একটি কাজ করেছেন, যা এর আগে কেউ-ই করেনি। আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্র হব।

আরকেএইচ