ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আবারও সংলাপ চায় ঐক্যফ্রন্ট


৪ নভেম্বর ২০১৮ ০২:০২

ছবি-সংগৃহীত

গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এর মাত্র দুদিন না যেতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবার সংলাপে বসার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শনিবার প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) পাঠানো এক চিঠিতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। সিইসি কে এম নুরুল হুদার কাছে পাঠানো ওই চিঠিতে সংলাপ শেষ হওয়ার আগ পর্যন্ত তফসিল ঘোষণা না করতে অনুরোধ করেন।

চিঠিতে ড. কামাল বলেন, ‘গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংলাপে বলেছেন, “তফসিল ঘোষণার বিষয়টি একান্তভাবেই নির্বাচন কমিশনের ব্যাপার।” আপনারা নিশ্চয় অবগত আছেন যে, প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে, “৮ নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি আবারও বিবেচনায় রয়েছে।” জাতীয় ঐক্যফন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আবার সংলাপে বসার ব্যাপারে ইচ্ছুক। এমতাবস্থায়, প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের অনুরোধ করছি।’

আরকেএইচ