সিঙ্গাপুরে মারা গেছেন মাউশির মহাপরিচালক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মাহাবুবুর রহমান। শনিবার বেলা ১২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্রাগ করেন। বিষয়টি নিশ্চিত করে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন সময় আজ দুপুরে তার মৃত্যু হয়।’
ড. আব্দুল মান্নান আরও বলেন, ‘এর আগে ফুসফুসজনিত রোগ ও শ্বাসকষ্টের কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দিয়েছিলেন।’
মাউশির মহাপরিচালকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক শোকবার্তায় তিনি বলেন, ‘মরহুম মাহাবুবুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার অভাব সহজে পূরণ হবার নয়। তার মৃত্যুতে শিক্ষা পরিবারের সবাই গভীরভাবে শোকাহত।’
এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো সোহরাব হোসাইন অধ্যাপক মাহাবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মাউশি মহাপরিচালকের মৃত্যুতে শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ)।
আরকেএইচ