ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ


৩ নভেম্বর ২০১৮ ২০:০৮

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। শনিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠকে এমন নির্দেশের কথা জানানো হয়। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন সিইসি। সিইসির কার্যালয়ে বেলা সোয়া ১১টায় বৈঠকটি শুরু হয়।

বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘ডিএমপি কনিশনারসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এসেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় ঘণ্টাখানেক সিইসির সঙ্গে তাঁরা কথা বলেছেন। সে সময় তফসিল পরবর্তী সময়ে মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন।’

বৈঠক শেষে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার কাছে সাংবাদিক বৈঠকরে বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘সচিব স্যার এ বিষয়ে কথা বলবেন।’

বৈঠকের আগে তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব সরকার গণমাধ্যমকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিইসি হয়তো ডিএমপিকে নির্দেশনা দিতে পারেন।’

আরকেএইচ