ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


জেএসসি-জেডিসির রোববারের পরীক্ষা শুক্রবারে


৩ নভেম্বর ২০১৮ ১৮:০৭

ফাইল ফটো

রোববারের জেএসসি ও জেডিসি পরীক্ষাটি পিছিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।৪ নভেম্বরের এই পরীক্ষাটি আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী সচিব জাকির হোসেন জানিয়েছেন।রোববার জেএসসিতে ইংরেজি ও ইংরেজি প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।পরীক্ষার আগের দিন শনিবার কেন এই সিদ্ধান্ত এই বিষয়ে শিক্ষা মন্ত্রনালয় জানান “অনিবার্য কারণে পরীক্ষা পেছানো হয়েছে।”তবে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ অনিচ্ছুক বলেন, “রোববার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ‘শোকরানা মাহফিল’ থাকায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।এদিকে”কওমি মাদ্রাসার ‘শোকরানা মাহফিল’ থাকায় ডিএমপি’র পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল।আর মন্ত্রণালয় পরীক্ষাই পিছিয়ে দিল!

কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওয়ায়ে হাদিসকে (তাকমীল)সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে সম্প্রতি আইন করেছে আওয়ামী লীগ সরকার।সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে সারাদেশের ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসার ১৪ লাখ শিক্ষার্থীর পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন শাহ আহমদ শফী।