ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আশুলিয়ায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ


২ নভেম্বর ২০১৮ ১৯:৪০

ছবি-নতুন সময়

আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাসের লাইনে লিকেজ থেকে বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন রান্না করার জন্য চুলায় আগুন ধরাতে গেলে পুরো বাড়িতে আগুন ধরে যায়। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফ্যান্টাসি কিংডমের পাশে বেড়ন এলাকার মানিকগঞ্জ পাড়ায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- রিপা আক্তার, দেড় বছরের শিশু আয়শা আক্তার, আরব আলী তরফদার, হাসিনা আক্তার এবং তার ছেলে। তাদের সবার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার গোয়ালপাড়া গ্রামে। অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

আশুলিয়া থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বেরন এলাকার মানিকগঞ্জ পাড়ায় আব্দুল হামিদের দোতলা বাড়ির নিচতলায় গ্যাসের লাইনে লিকেজ থাকায় পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বাড়ির লোকজন রান্নার জন্য চুলায় আগুন ধরানোর সময় পুরো বাড়িতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন বাড়িতে থাকা একই পরিবারের পাঁচ সদস্য। এছাড়া আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরকেএইচ