ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বঙ্গভবনে সিইসি ও নির্বাচন কমিশনাররা


১ নভেম্বর ২০১৮ ২২:৫৭

ফাইল ফটো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয় অবহিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সব প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আগামী ৩ নভেম্বর (শনিবার) কমিশন বৈঠকে তফসিল নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। তবে ৪ নভেম্বরও (রোববার) আরেকটি বৈঠক হবে। এক্ষেত্রে নির্বাচনের তারিখ নির্ধারণের পর বাংলাদেশ টেলিভিশন সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করবে। যে ভাষণে তফসিল ঘোষণা হবে। ভাষণ ৪ নভেম্বর সন্ধ্যায় কিংবা তারপরে যে কোনোদিন সন্ধ্যায় প্রচার করা হতে পারে।

গত ৮ অক্টেবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও বাকি চার নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দেয় বঙ্গভবনে। চিঠিতে ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাওয়া হয়। এরপর রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়, ১ নভেম্বর বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।

আরকেএইচ