বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সভাপতিত্বে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাঁচ নির্বাচন কমিশনারসহ ইসি সচিব উপস্থি থাকবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তফসিল ঘোষণা-সংক্রান্ত বিষয়ে কথা হতে পারে। নির্বাচনী পরিবেশ নিয়ে কথা হবে। এ পর্যন্ত যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে সেগুলো কেমন হয়েছে, ওইসব নির্বাচনগুলোতে কমিশন কী ধরনের সমস্যা হয়েছে। নির্বাচনগুলোতে আরো কী কী করা যেত এসব নিয়েও কথা হবে। এছাড়া আইন-সংক্রান্ত জটিলতাসহ সংসদ নির্বাচনের সামগ্রিক বিষয়ে প্রস্তুতির কথাও আমরা রাষ্ট্রপতিকে জানাব। এককথায় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যা যা কথা আছে, সবই বলব।’
গত ৮ অক্টেবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও বাকি চার নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দেয় বঙ্গভবনে। চিঠিতে ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাওয়া হয়। এরপর রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়, ১ নভেম্বর বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।
আরকেএইচ