পথ দেখালেন কামল সুবিধা নিচ্ছেন অন্যরাও

জাতিয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের দেখানো পথে সুবিধা নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। দেশের চলমান সমস্যা সমাধানে ঐক্যফ্রন্টের আবেদনের প্রেক্ষিতে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরো কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সাথেও আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী।
আগামীকাল শুক্রবার বিকল্প ধারার সঙ্গে সংলাপ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর তিনি বসবেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।
এইচ এম এরশাদ নেতৃত্বাধীন দলটিকে ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠি পাওয়ার পর সংলাপে অংশ নিতে ২০ সদস্যের প্রতিনিধি দলও ঠিক করেছে জাতীয় পার্টি।
সংলাপের পালে হাওয়া লাগার পর বুধবার সকালে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি নিয়ে যান।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে শলা-পরামর্শ করতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন আমাদের পার্টির চেয়ারম্যান। আমরা এখন অপেক্ষা করব, কবে প্রধানমন্ত্রী সময় দেন।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণপত্র নিয়ে বারিধারায় এরশাদের বাড়িতে যান।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা চাই, জাতীয় স্বার্থ নিয়ে সংলাপ হোক।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এই অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা আশা করব প্রধানমন্ত্রী সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করবার জন্য, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনবার জন্য, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সংলাপের মধ্য দিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার তিনি করবেন। আমরা সাত দফা দাবি দিয়েছি, তা অবশ্যই পূরণ করবেন। এ ছাড়া বর্তমান রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না।’
এসএমএন