ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


প্রবাসীকে পকেট মারের লাখ টাকা পাইয়ে দিলো বিমানবন্দর আর্মড পুলিশ


১ নভেম্বর ২০১৮ ০৬:২৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীবেশী পকেটমারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বুধবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর হোসেন জানান, গত ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় ঢাকায় আসেন ইতালি প্রবাসী হেলিম সিকদার। সেসময় হজের ফিরতি ফ্লাইটও চলছিল। হাজীদের ভিড়ে হাজি সেজে ২ নম্বর ক্যানপি এলাকায় অবস্থান নেন শহিদুজ্জামান (৫৮)। ইতালি প্রবাসী হেলিম সিকদার সস্ত্রীক ক্যানোপিতে এলে তাকে মোবাইল ফোন দিয়ে সহযোগিতা করেন হাজির বেশধারী শহিদুজ্জামান। সেসময় গাড়িতে মালামাল তোলার সময় প্রবাসীর পকেট মেরে ১ হাজার ইউরো নিয়ে নেন শহিদুজ্জামান। পরে সিসিটিভি দেখে সনাক্ত করা হয় পকেটমারকে। বুধবার সকাল ১১টায় আবার যাত্রীবেশে বিমানবন্দরে এলে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১ হাজার ইউরোর সমান ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরে তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। উদ্ধার হওয়া টাকা হেলিম সিকদারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের এই কর্মকর্তা।

পকেটমার শহিদুজ্জামান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আরিয়ার গ্রামের মৃত নুরু ইসলামের পুত্র।