ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মইনুলকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ


২৯ অক্টোবর ২০১৮ ১৮:০১

ফাইল ফটো

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাবিধি অনুসারে প্রথম শ্রেণির ডিভিশন দেয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রংপুরের আদালতে দায়ের হওয়া একটি মানহানির মামলায় গত ২২ অক্টোবর রাতে উত্তরায় আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিষ্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন মইনুলকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম। সেখান থেকে ঢাকার কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার মইনুলকে।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে বিরুপ মন্ত্য করেন ব্যারিস্টার মইনুল। এরপর মাসুদা ভাট্টিসহ নারী সাংবাদিকরা মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কিন্তু ব্যারিস্টার মইনুল প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে এ মানহানির মামলা হয়। মইনুলের বিরুদ্ধে এই অভিযোগে আরো বেশ কয়েকটি মামলা হয়।


আরকেএইচ