ফেনীতে গরিব-দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

বর্ডারগার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মনবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যানমুলক কার্যক্রম গ্রহণ করে থাকে।
এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ডার গার্ড বাংলাদেশ এর সদর দপ্তর সহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশ দুস্থ ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবারও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
এই মহদ উদ্যোগের অংশ হিসেবে রোববার (৩১ মার্চ) বিজিবি উত্তর পূর্ব রিজিয়ন, সরাইলসহ অধিনস্ত কুমিল্লা সেক্টর এবং ফেনী ব্যাটালিয়ন, ৪ বিজিবি কর্তৃক দায়িত্ব পূর্ন এলাকায় দুই শতাধিক দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজান মাস আত্মশুদ্ধির ও সংযমের মাস। সে হিসেবে বিজিবি তাদের কার্যক্রমে অংশ গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান ফেনী ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর নাজমুস সাকীব খান।
এসময়ে ফেনী ৪ বিজিবি কর্মকর্তাগণ ও জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মিলনসহ টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুনসময়/এএম
বর্ডারগার্ড, অসহায়, কল্যান, ইফতার, খাদ্য সামগ্রী বিতরণ, বিজিবি