ঢাকা ওয়াসা সচিবের দায়িত্ব নিলেন তরিকুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন ওয়াসার সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরিকুল ইসলাম।
প্রায় ৪ বছর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সেটেলমেন্ট প্রেস এর প্রেস অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পর আজ এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।
তরিকুল ইসলাম বলেন, ওয়াসার সচিবের দায়িত্ব নেওয়ার পূর্বে আমার ওপর অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর সেটেলমেন্ট প্রেস সরকারের (কেপিআই) ভূক্ত একটি প্রতিষ্ঠান। এখানে জনগণের আসার কোনো সুযোগ নেই, তাই মনে হয় আমরা জনগণের কোনো সেবা দিচ্ছি না। কিন্তু এখান থেকে বাংলাদেশের সকল জমির (সরকারি ও ব্যক্তিগত) সত্বলিপি/খতিয়ান তৈরি করা হয়, যা অতি মূল্যবান। দীর্ঘ ৩ বছর ৮ মাস যাবৎ এতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। তবে চেষ্টার কোনো ত্রুটি করিনি।নিয়মিত কাজের পাশাপাশি ২টি খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছি, যা ভূমির জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি বলেন, আজ ওয়াসার সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলাম। যতদিন এখানে থাকবো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। সকলে আমার জন্য দোয়া করবেন যেন ওয়াসার সবাইকে নিয়ে কাজ করতে পারি এবং ওয়াসার সমস্যা সমাধান করতে পারি।
ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তরিকুল ইসলাম এর আগে সাতক্ষিরা জেলার দেবহাটা এবং কলারোয়া উপজেলার ইউএনও, বাগেরহাট জেলার মোল্লারহ্ট উপজেলার ইউএনও, যশোর জেলার মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার, চুয়াডাঙ্গা সদরের সহকারী কমিশনার এবং পার্বত্ব্য রাঙ্গামাটির সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।