আওয়ামী লীগের হাতে ঐক্যফ্রন্টের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই চিঠি হস্তান্তর করেছে ঐক্যফ্রন্ট।
ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরামের প্রেসিডিয়াম জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম মহাসচিব আওম শফিউল্লাহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে চিঠি পৌঁছে দেন।এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, আমি চিঠি পেয়েছি। চিঠি খুলে দেখিনি। পার্টির সাধারণ সম্পাদক আসছেন, চিঠিটা তাকে দেবো। আগামীকাল চিঠির বিষয় নিয়ে পার্টি প্রধানের সঙ্গে কথা বলবো। তখন আমরা চিঠির বিষয়বস্তু জানতে পারবো। পরবর্তীতে আমরা জানাবো।
গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার জগলুল হায়দার আফ্রিক বলেন, আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছি দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের কাছে। আমরা সাত দফা ও এগারটি লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের সাথে সংলাপে বসতে চাই।