ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১


রাজধানীতে শিক্ষার্থী ও গৃহবধূর গলায় ফাঁস


৩১ আগস্ট ২০১৮ ০৬:৫০

রাজধানীর মিরপুরে পল্লবী গলায় ফাঁস দিয়ে খায়রুল আলম প্রিন্স (২৩) নামে এক কলেজ শিক্ষার্থি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) মিরপুরের সেকশন ৬, ব্লক ডির ১০ তলা ভবনের সাততলায় নিজস্ব ফ্লাটে বিকাল ৩টায়এই ঘটনা ঘটে।

অচেন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টায়তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা খোরশেদ আলম মোল্লা জানান, মিরপুরের মিল্কভিটা ভবনের পাশের নিজ বাসায় গলায় ফাঁস দিয়েছে।এসময় তিনি বাসার বাইরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান দোকানে অবস্থান করছিলেন। বাসায় ফিরে বিকেল ৩টায় এই অবস্থা দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। বছর খানেক আগে বড় ছেলে খায়রুল আলম মালয়েশিয়া থেকে দেশে এসে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ভর্তি হন। তবে কেন এবং কি কারণে খায়রুল আত্মহত্যা করেছে তা তিনি বলতে পারেননি।

মৃত খায়রুল আলম প্রিন্স২ভাই১বোনের মধ্য সেছিল সবার বড়। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

অপর দিকে, রাজধানীর কদমতলির জুরাইন বাগান বাড়ি এলাকায় হাসি আক্তার(২০)নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।জানিয়েছেন নিহতের, স্বামি মো. মিঠু। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধে সাড়ে৬ টায় ফ্যানের সাথে উরনা দিয়ে ফাঁস দিয়েছে।অচেন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে৭টায়তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামি, জানান কোন কারন ছাড়াই ঘটনা টি ঘোটিয়েছে।

খবর পেয়ে মৃত হাসির মাতা আলাপি বেগম,অভিযোগ করে বলেন,মিঠু আগামি রবিবার পুর্তগালে যাবে তার জন্য ৭লক্ষ: টাকা লাগবে আমার মেয়েকে ৩ লক্ষ টাকা আনার জন্য চাপ দিয়েছে।এবং টাকার জন্য নির্যাতন করত সেকারনে সে, আত্মহত্যা করেছে বলে আভিযোগ করেন।

নিহত হাসি হুমায়রা নামের দের বছরের কন্যা সন্তানের জননি ছিলেন।স্বামির বাড়িতেই থাকতেন তিনি। তার বাবার নাম
হাবিবুর রহমান।৩বোনের মধ্যে সেছিল সবার বড়। ৪ বছর পুর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়েছিল তার।