শাহবাগ থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে জড়ো হওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে শিক্ষার্থীদের একটি অংশ শাহবাগের গণগ্রন্থাগার ও আরেকটি অংশ কাঁটাবনের দিকে চলে যায়। পুলিশ এসময় সাতজনকে আটক করেছে বলে জানিয়েছে।
বাংলাদেশে সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা যখন জড়ো হচ্ছিলাম, তখন পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এখন আমরা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। আমাদের একজন সাংগঠনিক সম্পাদক আটকদের মধ্যে রয়েছেন।’ পরে আবার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ছাত্র পরিষদের সভাপতি।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘আজ এমনিতেই বিশৃঙ্খল অবস্থা। গাড়ি চলে না, তার ওপর তারা শাহবাগের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দখল করে ছিল। তাদের বারবার সরে যেতে বলা হলেও শোনেনি। এ জন্য সাতজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হামলা হয়নি।’
সকালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে । তারা বলতে থাকেন ‘মরতে হলে মরবো দাবি নিয়ে ফিরবো,’ ‘দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বো না’ ইত্যাদি।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে অবস্থান নেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। সারা রাত সংগঠনের শতাধিক নেতাকর্মী শাহবাগে অবস্থান করেন।
আন্দোলনের ব্যাপারে সন্ধ্যায় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ছয় বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে অহিংস আন্দোলন করে আসছি। অথচ আমাদের যৌক্তিক দাবি এখনও বাস্তবায়ন হয়নি। বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত চাকরিপ্রত্যাশীরা শাহবাগ ঘেরাও করে আন্দোলন করছেন। তবে দাবি পূরণে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এ আন্দোলন চলবে।’
আরকেএইচ