ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


‘আইন সংশোধনের কোনো সুযোগ নেই’


২৮ অক্টোবর ২০১৮ ১৯:৫৩

ফাইল ফটো

সড়ক পরিবহন আইন সংশোধন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সেটি এখন আর সংশোধনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘এই সরকারের হাতে যে সময় আছে, তাতে সড়ক পরিবহন আইনটি আর সংশোধনের কোনো সুযোগ নেই। শ্রমিক নেতারা আইনটি ভালোভাবে না পড়েই আন্দোলনে নেমেছেন। আগামীকাল সোমবার বর্তমান জাতীয় সংসদের অধিবেশন শেষ হচ্ছে। ফলে এই সময়ে মধ্যে আইনটি সংশোধনের আর কোনো সুযোগ নেই।’

রোববার রাজধানীর বিচার ও প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

সপ্তাহের কর্মদিবসের প্রথম দিন রোববার সকাল ৬টা থেকে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে দেশজুড়ে ৪৮ ঘণ্টার ‘কর্মবিরতি’ পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এই কর্মবিরতির নামে নৈরাজ্য শুরু করেছে পরিবহ শ্রমিকরা। পরিবহন শ্রমিকেরা গণপরিবহন চালানো বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অটোরিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। মোটর সাইকেল থামিয়ে চাবি নিয়ে যাচ্ছেন আবার ব্যাক্তিগত গাড়ির চালকদের মুখে পোড়া মোবিল বা রং মাখিয়ে দিচ্ছেন। রাজধানীর বেশ কিছু সড়কে পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে এভাবেই সাধারণ মানুষদের হেনস্তা করছেন। পরিবহন শ্রমিকদের এসব কর্মকাণ্ডে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


আরকেএইচ