আশুলিয়ায় ভয়াবহ আগুনে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৫ মার্চ) ভোর রাত পৌনে ৪ টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইয়াসিন জানান, ওই এলাকার জামাল মেডিক্যাল হল নামের একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের মেসার্স আলম ট্রেডার্স নামে একটি মুদির দোকান ও বিস্কুটের গুদামে।
এ খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের ৩টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
জিরাবো মর্ডান ফায়ার স্টেশনের ইনচার্জ আবু সায়েম মাসুম বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।
তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে অনুসন্ধান চলছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
নতুনসময়/এএম
সাভার, আশুলিয়া, গ্যাস সিলিন্ডার, ভয়াবহ, অগ্নিকাণ্ড, ব্যবসা