ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কারাগারে ডিভিশন চেয়ে মইনুলের আবেদন


২৮ অক্টোবর ২০১৮ ১৮:১৭

ফাইল ফটো

মানহানির মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ আবেদন করেন। দুপুর ২টার পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্টে বেঞ্চে এ আবেদনটির ওপর শুনানি হবে বলে মইনুলের আইনজীবী জানান।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

আরকেএইচ