ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আমাদের আক্রমণ করলে কঠিন জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী


২৬ অক্টোবর ২০১৮ ০১:৪৩

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ আমাদের আক্রমণ করলে তার কঠিন জবাব দেওয়া।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরে বিমানবাহিনী একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ও বেশ কিছু প্রকল্প উদ্বোধণের সময় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় আমরা এই নীতিতে বিশ্বাসী। তবে আমাদের আক্রমণ করা হলে তার জবাব দেওয়া হবে। বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অগ্রযাত্রায় আরও কাজ করতে হবে।’

দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনী অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে ক্ষমতায় এলে বিমানবাহিনীকে ঢেলে সাজানো হবে।