ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


‘বিমান বাহিনীকে ঢেলে সাজানো হবে’


২৫ অক্টোবর ২০১৮ ১৯:১৪

ছবি ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বাংলাদেশ বিমান বাহিনীকে ঢেলে সাজানো হবে। ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমানবাহিনীকে সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার অ্যাকাডেমি যশোরের ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক ও চৌকস বিমান বাহিনী গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করছে।’

তিনি আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আধুনিক ও চৌকস জনশক্তি যোগান দিতে নির্মিতব্য বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট সক্ষম হবে। সামনে নির্বাচন, যদি আসতে পারি তবে বিমান বাহিনীর জন্য আমাদের আরো পরিকল্পনা রয়েছে।’

যুদ্ধ নয়, শান্তি এই নীতিতে বাংলাদেশ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সার্বভৌমত্বে আঘাত আসলে শত্রু মুক্ত করার প্রস্তুতি থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আরো উন্নত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলবেন। যদি কখন আঘাত আসে, বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি।’

অনুষ্ঠানে যোগ দিতে সকালে যশোরের বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। যশোর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামে ‘বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে যশোরে আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরকেএইচ