ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৩ কর্মকর্তা


২৫ অক্টোবর ২০১৮ ১৬:৫৬

ছবি ফাইল ফটো

সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার গভীর রাতে ২৪৯ জনের ও সাত জনের জন্য পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ২৪৯ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। অপর প্রজ্ঞাপনে বিদেশে বিভিন্ন মিশনে কর্মরত ৭ কর্মকর্তাকে উন্নীত পদে যোগদানের তারিখ হতে উপসচিবের বেতন-ভাতা পাবেন বলে জানানো হয়। এছাড়া বাকি ১৭ জন শিক্ষা ছুটিতে থাকায় তাদের প্রজ্ঞাপন জারি হয়নি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তার মধ্যে ২০৪ জন বিসিএস প্রশাসন ক্যাডার এবং ৬৯ জন অন্যান্য ক্যাডারের।

পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এপিডি শেখ ইউসুফ হারুণ বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে সুন্দর এবং সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত পদোন্নতি হয়েছে। যারা পদোন্নতি পাননি তাদের বিভাগীয় মামলা, এসিআরে নম্বর কমসহ নানা ধরনের সমস্যা রয়েছে। এ কারণে কেউ কেউ পদোন্নতি পাননি। তবে যোগ্য সবাইকে এবার পদোন্নতি দেয়া হয়েছে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর একজন দায়িত্বশীল কর্মকর্তা দাবি করেন, সবাইকে পদোন্নতি দেয়ার সুযোগ নেই। পদোন্নতি কোনো অধিকার নয়, এটি অর্জন করতে হয়। যারা পদোন্নতি পাননি তাদের প্রত্যেকের বিষয়ে সুনির্দিষ্ট কারণ আছে। তা সত্ত্বেও সত্যিই যোগ্য-দক্ষদের কেউ যদি বাদ পড়ে থাকেন সেটি সরকার বিবেচনা করতে পারে।

উপসচিব পদে অনুমোদিত পদের সংখ্যা ১০০৬। বর্তমানে এ পদে কর্মরত আছেন ১৬০৩ কর্মকর্তা। এ পরিস্থিতিতে বুধবার রাতে ২৭৩ জনকে উপসচিব করা হয়। এর ফলে এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ১৮৭৬-এ।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস ১৯৮৫ ব্যাচের একজন, ১৯৮৬ ব্যাচের একজন, ১১তম ব্যাচের একজন, ১৩তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের ২ জন, ২১তম ব্যাচের ৩ জন, ২২তম ব্যাচের ১০ জন, ২৪তম ব্যাচের ৩৩ জন এবং নিয়মিত ব্যাচ হিসেবে ২৫ ব্যাচের ১৫০ কর্মকর্তা রয়েছেন। এছাড়া প্রশাসন ক্যাডারের বাইরে থেকে ৬৯ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে এবার কমবেশি ৫২ কর্মকর্তা রয়েছেন, যাদের প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও নানা কারণে এর আগে একাধিকবার বঞ্চিত হয়েছিলেন।


আরকেএইচ