ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


খালেদার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল


২৫ অক্টোবর ২০১৮ ১৫:২২

ফাইল ফটো

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে চায়, সে ধরনের সব সুবিধা তাদের দেওয়া হবে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন ।

তিনি আরো জানান, খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ এবং তার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসের সিটি স্ক্যান করানো হয়েছে। তার নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ পরীক্ষা করানো হয়।
তার আগে দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেখানে আধা ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা চলে।

এসএমএন