অভিযোগ গ্রহণ ও তথ্য ব্যবস্থাপনার উন্নয়নে বিএসটিআইকে দুদকের তাগিদ

পণ্যের মান সংক্রান্ত অভিযোগ নেয়া হয় না- দুদক অভিযোগ কেন্দ্রে(হটলাইন-১০৬) আসা এমন এক অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে দুদককে তথ্য ব্যবস্থাপনার মান উন্নয়নের তাগিদ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৪ অক্টোবর) তেজগাওয়ের বিএসটিআই কার্যালয়ে অভিযান চালানো হয়। দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট কতৃক পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সেলিনা আখতার মনি।
অভিযানকালে প্রাপ্ত অভিযোগের সত্যতা পরিলক্ষিত হয়। ভেজাল পণ্য কিংবা নিম্ন মানের পণ্য সম্পর্কে বিএসটিআই-এ অভিযোগ দায়েরের কোন নির্দিষ্ট দপ্তর বা মাধ্যম কিংবা ইমেইল পাওয়া যায়নি। অভিযোগ সম্পর্কে পত্র যোগাযোগের কোন নিয়ম মেলেনি। তবে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে বিএসটিআই কিছু ব্যবস্থা গ্রহণ করলেও অভিযোগ সম্পর্কিত তথ্যাদি যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের মোবাইলে অভিযোগ আসে যার ফলে দুর্নীতির ঝুকি তৈরী হচ্ছে।
জন আস্থা অর্জনের স্বার্থে বিএসটিআই-এর প্রতিটি দপ্তরে ভেজাল পণ্য কিংবা পণ্যের মান সংক্রান্ত সুনির্দিষ্ট মাধ্যমে অভিযোগ গ্রহণের জন্য দুদক টিমের পক্ষ থেকে কতৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।
অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, “সুষ্ঠু অভিযোগ-ব্যবস্থাপনা সুশাসনের মানদন্ড অভিযোগ গ্রহণ মুল্যায়ন এবং প্রতিকারের সংস্কৃতি চালু হলে দুর্নীতি আপনা আপনি হ্রাস পাবে। বিএসটিআইকে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।